ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কালীগঞ্জে চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরুর পানি খাওয়ার পাত্রে (চৌবাচ্চা) পড়ে আমিনুল ইসলাম বাবু (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার গোড়ল চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম বাবু গোড়ল চৌরাস্তার মোড় এলাকার কৃষক রুস্তম আলীর ছেলে।

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মাইদুল বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় আমিনুল ইসলাম বাবু বাড়ির উঠানে খেলছিল। এ সময় পা পিছলে সে চৌবাচ্চায় পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।