বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার গোড়ল চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম বাবু গোড়ল চৌরাস্তার মোড় এলাকার কৃষক রুস্তম আলীর ছেলে।
গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মাইদুল বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় আমিনুল ইসলাম বাবু বাড়ির উঠানে খেলছিল। এ সময় পা পিছলে সে চৌবাচ্চায় পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি