বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাওয়া বাজারে এ সংঘর্ষ হয়।
নিহত আবু সাইদ উপজেলার হাবিব পুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাওয়া বাজার সাহিত্য পাড়ার আব্দুল ওয়াদুদ ও হাবিব পুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আব্দুল কাহারের সমর্থক আবু সাইদ ও সুলতান আলীসহ উভয়পক্ষের অন্তত ৩১ জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আবু সাইদ ও সুলতানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু সাইদ এবং হাসপাতালে নেয়ার পর সুলতান মারা যান। বাকি আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসআই