বৃহস্পতিবার (১৮ মে) সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ড ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম সুমন বাংলানিউজকে বলেন, সাভারের হেমায়েতপুর জনতা হাউজিংয়ের একটি বাড়িতে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ করে বখাটে চার যুবক।
এছাড়া ধর্ষণে সহয়াতাকারী পলাশ নামে অপর এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আটক ধর্ষণকারীদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আজই তাদেরকে আদালতে নেওয়া হবে বলেও জানান এ পুলশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএস