ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সাভার গণধর্ষণের অভিযোগে আটক পাঁচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সাভার গণধর্ষণের অভিযোগে আটক পাঁচ

সাভার (ঢাকা): সাভারে নারী গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের অভিযোগে চার ধর্ষণকারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ড ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম সুমন বাংলানিউজকে বলেন, সাভারের হেমায়েতপুর জনতা হাউজিংয়ের একটি বাড়িতে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ করে বখাটে চার যুবক।

অভিযোগের উপর ভিত্তি করে ধর্ষণকারীর ম‍ূল হোতা রাকিবকে (২৭) সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে ও হেমায়েতপুর এলাকায় একটি বাড়ি থেকে ধর্ষণকারী রাজু আহমেদ (২৬),ফয়সাল (২৩),ও মুন্নাকে আটক করে পুলিশ।


এছাড়া ধর্ষণে সহয়াতাকারী পলাশ নামে অপর এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


আটক ধর্ষণকারীদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আজই তাদেরকে আদালতে নেওয়া হবে বলেও জান‍ান এ পুলশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।