ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ইয়াবাসহ আটক ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১ পিস ইয়াবাসহ মো. রাসেল ও মো. বাবলু নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক রাসেল নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে  আর বাবলু জয়পুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, গোপন   সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল ও বাবলুকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক করা হয়।

আটক রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির অভিযোগ থানায় মামলা রয়েছে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।