এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তিতে দুই নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার ( ১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল কাকলি ও মারজান। মাথায় আঘাত পেয়ে কাকলি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
এদিকে আন্দোলনকারী ম্যাটস শিক্ষার্থীদের মধ্যে রাকিব হাসান নামে একজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আগের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়া জন্য শাহবাগ দিয়ে যাওয়া সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এজেডএস/এএটি/আরআই