ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
পীরগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫ পীরগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

গাইবান্ধা: রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পলাশবাড়ী ও মিঠাপুকুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রংপুর থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের একবারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে যায়। এতে ১৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বাসটি উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।