বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রংপুর থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের একবারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে যায়। এতে ১৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বাসটি উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি