‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সপ্তাহব্যাপী আয়োজনে বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, একটি দেশের প্রজন্ম যখন বিপথগামী হয়ে যাচ্ছে, তখন সংস্কৃতি চর্চার বড় প্রয়োজন।
এজন্য জাদুঘরে শিক্ষার্থীদের আগমন বাড়াতে জাদুঘরের নিজস্ব বাস সেবা চালু হবে বলে জানান মন্ত্রী। অতীতেও এমন বাস সার্ভিস চালু ছিলো।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জানান, নতুন দু’টি গ্যালারি যুক্ত হচ্ছে জাতীয় জাদুঘরে। এছাড়া জাদুঘর দিসব উপলক্ষে সপ্তাহব্যাপী বেশ কয়েকটি সেমিনার, ওয়ার্কশপ, সংগীত সন্ধ্যা, কবিতা আবৃত্তি ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক ড.এনামুল হক, জাতীয় জাদুঘরের বোড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসএ/ওএইচ/আরআই