বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।
এসময় আরো বক্তব্য রাখেন, আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল বারেক, শামীম আহসান ও নুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ