ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বিষমুক্ত মৌসুমি ফলের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিষমুক্ত মৌসুমি ফলের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন মধুমাসের ফল (আম)

ঢাকা: শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ। বাজারে আসতে শুরু করেছে মধুমাসের ফল তাই ‘সুস্থ জাতি গঠনে বিষমুক্ত মৌসুমি ফলের নিশ্চয়তা চাই’ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।

পরিবেশ আন্দোলন মঞ্চ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সুবন্ধন সমাজকল্যাণ সংস্থা, জনস্বার্থ ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, সচেতন নগরবাসী, অরুণোদয়ের তরুণ দলের আয়োজনে শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (১৮ মে) পরিবেশ আন্দোলন মঞ্চের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, মধুমাসের শুরুতে বাজারে উঠছে আম, জাম, লিচু, আনারস, কাঁঠাল ইত্যাদি সুস্বাদু ও তৃপ্তিদায়ক সব ফল। তবে মধুমাসের নিরাপদ মৌসুমি ফলের প্রাপ্তি নিয়ে জনমনে শংকা কাটছে না।

কারণ বিগত দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, মৌসুমি ফলের উৎপাদন এবং বিপণনে ব্যাপকভাবে বিষের ব্যবহার করা হয়। মৌসুমি ফলে বিষের ব্যবহারে জীবন ও প্রকৃতি বিপন্ন হবার আশংকা থাকে। তাই ‘সুস্থ জাতি গঠনে বিষমুক্ত মৌসুমি ফলের নিশ্চয়তা চাই’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।