বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি ওই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্বামী মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে স্বামী-স্ত্রী মিলে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাঁড়ছিলেন। এ সময় পিংকি মেশিনে বিদ্যুৎ সংযোগের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইউজি/জিপি/এমজেএফ