ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পিংকি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি ওই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বামী মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে স্বামী-স্ত্রী মিলে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাঁড়ছিলেন। এ সময় পিংকি মেশিনে বিদ্যুৎ সংযোগের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইউজি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।