ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

শার্শায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
শার্শায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

যশোর: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় দুলাল আহম্মেদ (৪০) নামে এক কাভার্ড্যান চালক নিহত হয়েছেন। দুলাল আহম্মেদ ভোলার বোরহান উদ্দিন এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে শার্শা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুলালের সহকারী রিপনের বরাত দিয়ে যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে বলেন, সকালে মালামাল আনার উদ্দেশে কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোল স্থলবন্দরে যাচ্ছিলো।

পথে শার্শা হাইস্কুলের সামনে পৌঁছালে রাস্তার পাশে পরে থাকা গাছের সঙ্গে ধাক্কা গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে চালক দুলালের মৃত্যু হয় এবং রিপন আহত হন। পরে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইউজি/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।