ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রামগতি ও কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
রামগতি ও কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে উপজেলা প্রশাসন মতবিনিময়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রামগতিতে ও বিকেলে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন পৃথক এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মনছুরুল আলম, আবদুল মোতালেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান হোসেনের আরা বাশার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মাস্টার জায়েদ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও সাংবাদিক সাজ্জাদুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।