ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বরুড়ায় বিদেশি রিভলবারসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বরুড়ায় বিদেশি রিভলবারসহ যুবক আটক বরুড়ায় বিদেশি রিভলবারসহ যুবক আটক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ মো. ফয়সল তালুকদার (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১১) ও সিপিসি-২ এর সদস্যরা।

আটক ফয়সল তালুকদার বরুড়া উপজেলার ঝলম রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

র‌্যাব সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঝলম রোডস্থ নিজ বাড়ি থেকে বিদেশি রিভলবারসহ ফয়সল তালুকদারকে আটক করে।

এ বিষয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।