আটক ফয়সল তালুকদার বরুড়া উপজেলার ঝলম রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
র্যাব সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঝলম রোডস্থ নিজ বাড়ি থেকে বিদেশি রিভলবারসহ ফয়সল তালুকদারকে আটক করে।
এ বিষয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/এমজেএফ