বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
শিশু একাডেমির জেলা সংগঠক অর্চনার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ উল্লাহ, সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা ও রাঙ্গামটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা প্রমুখ।
সভা শেষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয় ১৭ মে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/