বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান এ অভিযোগ গঠন করেন।
জেএমবি সদস্যরা হলেন- সুলতান মাহমুদ (৪৫), সোয়াইব হোসেন বাবু (১৯), মাহমুদুল হাসান (২২), মোতালেব হোসেন (২৪), মারুফ ফয়সাল (২২), হজরত আলী (৩৩), আমজাদ হোসেন (৪০), ওমর ফারুক (৩৬) ও ইদ্রিস আলী (৩৮)।
এদের মধ্যে ওমর ফারুক ও ইদ্রিস আলী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১১ অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের দুই ছেলে জেএমবি সদস্য ওমর ফারুক ও ইদ্রিস আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ফোন, প্রশিক্ষণে ব্যবহৃত ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস মামলা দায়ের করে পুলিশ। এ বছরের ২১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম আদালতে এ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসআই