বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বীনাপানি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন সিকদার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইয়াসিন ও স্থানীয় ডিস ব্যবসায়ী ইদ্রিসের সঙ্গে মটরসাইকেল যোগে ভান্ডারিয়া থেকে কাঁঠালিয়ার তালতলা বাজারে আসার পথে বীনাপানি বাজার এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটো-টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও ইদ্রিস গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন সিকদারের মৃত্যু হয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমএস/এসআরএস/