ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন সিকদার (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বীনাপানি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সিকদার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইয়াসিন ও স্থানীয় ডিস ব্যবসায়ী ইদ্রিসের সঙ্গে মটরসাইকেল যোগে ভান্ডারিয়া থেকে কাঁঠালিয়ার তালতলা বাজারে আসার পথে বীনাপানি বাজার এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটো-টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও ইদ্রিস গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন সিকদারের মৃত্যু হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমএস/এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।