ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কেউ আইনের ঊর্ধ্বে নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কেউ আইনের ঊর্ধ্বে নয়

টাঙ্গাইল: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান যত ক্ষমতাধরই হোক না কেন আইনের কাছে মাথা নত করে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি বিচারকরাও আইনের ঊর্ধ্বে নন।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। বিচারকরা নিয়ন্ত্রণাধীন।

কিছু আইন আছে, এথিক্স আছে এর বাইরে বিচারকরা যেতে পারেন না।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিচারপতি বলেন, মানব সভ্যতার চাবিকাঠি হচ্ছে ন্যায় বিচার। একটি জাতির মানদণ্ড বিচার হয় সে দেশের বিচার ব্যবস্থার উপর। একটি দেশের সভ্যতা নিরূপণ হয় সে দেশের বিচার ব্যবস্থা কত উন্নত তার উপর।

তিনি বলেন, বিচার বিভাগের উপর আস্থা রেখে এ বিভাগে দায়িত্বরতদের প্রতি সম্মান রেখেই সবার কথা বলা উচিত।

টাঙ্গাইল বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খানসহ নেতৃস্থানীয় আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।