তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। বিচারকরা নিয়ন্ত্রণাধীন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিচারপতি বলেন, মানব সভ্যতার চাবিকাঠি হচ্ছে ন্যায় বিচার। একটি জাতির মানদণ্ড বিচার হয় সে দেশের বিচার ব্যবস্থার উপর। একটি দেশের সভ্যতা নিরূপণ হয় সে দেশের বিচার ব্যবস্থা কত উন্নত তার উপর।
তিনি বলেন, বিচার বিভাগের উপর আস্থা রেখে এ বিভাগে দায়িত্বরতদের প্রতি সম্মান রেখেই সবার কথা বলা উচিত।
টাঙ্গাইল বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খানসহ নেতৃস্থানীয় আইনজীবীরা।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ