টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে সাইফুল মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সাইফুলের বাড়ি ভূঞাপুর উপজেলা সদরে।
স্থানীয়রা জানান, বিকেলে কলেজপাড়া এলাকার মো. হারুন মিয়ার ভবনের পাঁচতলায় কাজ করছিলেন সাইফুল। এসময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।