ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন থাই কন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন থাই কন্যা বাংলাদেশি যুবক অনিক খান ও থাই কন্যা সুপুত্তো

নাটোর: ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর বন্ধুত্ব, ভিডিও কলে পরস্পরের মধ্যে একটু-আধটু কথাবার্তা তারপর গভীর প্রেম। অবশেষে ভালবাসার মানুষকে আপন করে নিতে বাংলাদেশে।

বুধবার (১৭ মে) বিকেলে নাটোর আদালতে বিয়ে করেন থাইল্যান্ড কন্যা সুপুত্তো ওরফে ওম ওরফে সুফিয়া খাতুন (৩৬) ও বাংলাদেশি যুবক অনিক খান (২২)।  
 
অনিক খান নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামের আজাদ হোসেনের ছেলে।

আর সুপুত্তো ওরফে ওম ওরফে সুফিয়া খাতুন থাইল্যান্ডের একটি ফাস্ট ফুডের দোকানের মালিক।
 
অনিক খান বাংলানিউজকে জানান, দারিদ্রতার কারণে তার পড়ালেখা তেমন একটা হয়নি। শাহাগোলা বাজারে তাঁর একটা মোবাইল ফোন মেরামতের দোকান আছে। দোকানে বসে অলস সময় কাটাতে গিয়ে ফেসবুকে থাই-কন্যার সঙ্গে তার পরিচয়।
 
প্রথমে ফেসবুকে চ্যাটিং পরে ভিডিওবার্তায় কথাবার্তা হতো। ভাঙা ভাঙা ইংরেজি বলতে ও লিখতে পারেন তিনি। অনিক খান জানালেন, এভাবেই তারা পরস্পরকে ভালোবেসে ফেলেন।
 
অনিক আরো জানান, গত ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের অনুমতি নিয়ে সুপুত্তো বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিনি। এতোদিন যার সঙ্গে পরিচয় ছিল ভার্চ্যুয়াল জগতে, বাস্তবে তাকে দেখে আরও ভালো লেগে যায়। বিয়ে করে দারুন খুশি তিনি।
 
সুপুত্তোকে নিয়ে অনিক বলেন, সারা জীবন আমরা একসঙ্গে থাকতে চাই।
 
থাই কন্যা সুপুত্তো বাংলানিউজকে জানান, পড়াশোনা শেষ করে তিনি প্রথমে একটি ব্যাংকে চাকরি করতেন। সেটা ছেড়ে দিয়ে এখন ফাস্ট ফুডের ব্যবসা করেন।

সুপুত্তো আরো জানান, গত ফেব্রুয়ারি মাসে তিনি অনিকের বাড়িতে এসে নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অনিকের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাবে সাড়া দেননি। মাত্র পাঁচ দিনের ভিসা নিয়ে আসায় ‘না’ সূচক উত্তর নিয়েই ফিরে যান তিনি।
 
পরে চলতি মাসের প্রথম দিকে আবার আসেন। অবশেষে সব বাধা অতিক্রম করে বিয়ে করতে পেরে তিনি অনেক খুশি।

সুপুত্তো বলেন, থাইল্যান্ডের সমাজে বহু বিবাহ একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আমি এটা পছন্দ করি না। এছাড়া অনিকের সরলতা আমাকে মুগ্ধ করেছে।
 
অনিকের বাবা আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘মেয়েটিকে আমাদের খুব ভালো লেগেছে। আমরা তাকে আপন করে নিয়েছি’।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।