ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

শালিখায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
শালিখায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মাগুরা: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শালিখা উপজেলার শরুশুনা গ্রামে ঘটা এ দুর্ঘটনায় তারা আহত হন। সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার দেশমুখ পাড়ার মোখলেছুর রহমানের ছেলে তরিকুল (২৯) ও রাধাডাঙ্গা গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (২৮)।

দেশমুখপাড়া গ্রামের রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আমিরুল ও তরিকুল বিকেলে পাশের শরুশুনা গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালানো শিখছিলেন।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছকে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।