বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক নুরুল আবছার, ফরিদ আহম্মদ, আশা প্রিয় ত্রিপুরা প্রমুখ।
শিক্ষকদের দাবিগুলো হলো- ১. প্রধান শিক্ষকদের দশম গ্রেডসহ করে স্পেন্ডিং স্কেলে বেতন নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান; ২. দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণসহ সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে পরিচালক পদ পর্যন্ত শতভাগ পদোন্নতি প্রদান; ৩. স্টেনোগ্রাফারদের পদোন্নতি বাতিল করে প্রধান শিক্ষকদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী মনিটরিং অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির ব্যবস্থা করা; ৪. সমাপনী পরীক্ষা ছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা আগের মতো বিদ্যালয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরিসহ পরীক্ষা পদ্ধতি চালু এবং ৫. প্রাথমিক শিক্ষকদের চাকরি নন ভোকেশনাল হিসেবে গণ্য করা।
মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/আরআই