ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

এদেশের জনগণ জঙ্গিবাদ পছন্দ করেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এদেশের জনগণ জঙ্গিবাদ পছন্দ করেন না

কিশোরগঞ্জ: পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ জনগণের জন্য কাজ করছে। এদেশের জনগণ জঙ্গিবাদ পছন্দ করেন না। জঙ্গিরা নিরীহ মানুষকে হত্যা করছে। মানুষকে ভুল পথে পরিচালিত করছে’।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব থানা চত্বরে আয়োজিত সুধীজন ও কমিউনিটি পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদুল হক বলেন, ‘মাদক সেবনের জন্য মাদকসেবীরা মানুষ পর্যন্ত খুন করছে। বর্তমানে শহর থেকে গ্রাম পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে। আর তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজ-খবর রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে’।

তিনি আরো বলেন, ‘মাদকসেবীকে বৈজ্ঞানিকভাবে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। তাদের নিয়ন্ত্রণে এনে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে। মাদক ব্যবসার বিস্তার রোধ করার লক্ষ্যে যেকোনো পদক্ষেপ নিতে পুলিশ পিছপা হবে না’।

নিজের বাহিনীর পুলিশ সদস্যদের উদ্দেশে শহীদুল হক বলেন, ‘পুলিশের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে প্রমাণ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। চাকরি থেকে বের করে দেয়া হবে’।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র পারভেজ মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র অ্যাডভোকেট ফকরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. তারেক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।