বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী মোসলেহ উদ্দীন সোহাগ বাংলানিউজকে বলেন, আমরা আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রিযাপন করবো।
এদিকে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে দিলে সারা দিনের পরিস্থিতি নিয়ে কথা বলেন রমনা জোনের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার। তিনি জানান, দলবদ্ধভাবে স্মারকলিপি দেওয়া যায় না। আমরা তাদের প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি দিতে বলেছি। শাহবাগ গুরুত্বপূর্ণ লাইফ লাইন হওয়াতে সেখানে অবরোধ করার সুযোগ নেই। তাদের নিবৃত করার চেষ্টা করলে তারা আমাদের নারী কনস্টেবলকে পিটিয়ে আহত করে। সে হিসেবে তাদের বাধা দেওয়া হয়। তাদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি। শুধু পানি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
কতজনকে আটক করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে মারুফ হাসেন বলেন, কতজনকে আটক করা হয়েছে এই মুহূর্তে তা আমি সঠিক বলতে পারবো না। থানা থেকে খোঁজ নিয়ে জানতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসকেবি/জিপি/এমজেএফ
** জলকামান-টিয়ারশেল ও ইটপাটকেলে শাহবাগ রণক্ষেত্র!