ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দাবি আদায়ে শহীদ মিনারে ম্যাটস শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
দাবি আদায়ে শহীদ মিনারে ম্যাটস শিক্ষার্থীরা রমনা জোনের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ঢাকা: চার দফা দাবিতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ তুলে নিয়েছে। তবে দাবি আদায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রিযাপন করবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী মোসলেহ উদ্দীন সোহাগ বাংলানিউজকে বলেন, আমরা আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রিযাপন করবো।

পরদিন প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেবো।

এদিকে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে দিলে সারা দিনের পরিস্থিতি নিয়ে কথা বলেন রমনা জোনের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার। তিনি জানান, দলবদ্ধভাবে স্মারকলিপি দেওয়া যায় না। আমরা তাদের প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি দিতে বলেছি। শাহবাগ গুরুত্বপূর্ণ লাইফ লাইন হওয়াতে সেখানে অবরোধ করার সুযোগ নেই। তাদের নিবৃত করার চেষ্টা করলে তারা আমাদের নারী কনস্টেবলকে পিটিয়ে আহত করে। সে হিসেবে তাদের বাধা দেওয়া হয়। তাদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি। শুধু পানি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

কতজনকে আটক করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে মারুফ হাসেন বলেন, কতজনকে আটক করা হয়েছে এই মুহূর্তে তা আমি সঠিক বলতে পারবো না। থানা থেকে খোঁজ নিয়ে জানতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসকেবি/জিপি/এমজেএফ

**
জলকামান-টিয়ারশেল ও ইটপাটকেলে শাহবাগ রণক্ষেত্র!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।