বৃহস্পতিবার (১৮ মার্চ) শেষ বিকেলে সিলেটের ওপর দিয়ে বয়ে যায় ঝড়োবৃষ্টি। এই বৃষ্টিতে নাই হয়ে যায় তাপদাহও।
সরেজমিন দেখা যায়, নগরীর সুবিদবাজার, লন্ডনী রোড, আম্বরখানা, হাওয়া পাড়া, বারুতখানা, উপশহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সৃষ্টি হয় জনদুর্ভোগের।
নগরীর হাওয়াপাড়ার বাসিন্দা মো. এহসান বাংলানিউজকে বলেন, প্রতিবার বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে। ড্রেনের সব ময়লা আবর্জনা পানির সঙ্গে ভেসে আসে। এতে চলাচল দুষ্কর হয়ে পড়ে।
নগরীর পীরমহল্লা আবাসিক এলাকার বাসিন্দা সার্ক কালচারাল সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মঞ্জুর হোসেন খান বাংলানিউজকে বলেন,বৃষ্টি হওয়ায় গরমের প্রভাব কমেছে ঠিকই, তবে বেড়েছে দুর্ভোগ।
তিনি বলেন, জালালাবাদ আবাসিক এলাকা, সুবিদবাজার লন্ডনী রোডে দীর্ঘক্ষণ পানি জমে থাকার কারণে বাসিন্দারা দুর্ভোগে পড়েন।
জলাবদ্ধতার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলানিউজকে বলেন, যেসব এলাকার ড্রেন ছোট, সেসব এলাকায় পানি জমে। কিছু কিছু এলাকায় ড্রেনের কাজ চলছে। তাই নাগরিকদের সাময়িক সমস্যা হতে পারে। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এনইউ/এইচএ/