ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যাদুর চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কীর্তিমারী ঘাট এলাকা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহ‍ায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরবেশ আলী বাংলানিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ ভেসে থাকতে দেখে দুপুরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করতে আসে। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে নেমে তিনি আর পাড়ে উঠতে পারেননি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহানী বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তির নামপরিচয় জানার চেষ্টা চলছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।