বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যাদুর চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কীর্তিমারী ঘাট এলাকা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরবেশ আলী বাংলানিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ ভেসে থাকতে দেখে দুপুরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহানী বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তির নামপরিচয় জানার চেষ্টা চলছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/এএ