বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে শপথ বাক্য পাঠ করান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন যৌথভাবে সমাবেশের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সামছুদ্দিন হোসাইনী ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ। সমাবেশে প্রায় পাঁচ হাজার লোক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/