নিহত শাহীন মহানগরীর শাহ মখদুম থানার তালপুকুর পাড়া এলাকার বাদল মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউকে জানান, শাহীন রেজা ও রায়হান মোটরসাইকেল নিয়ে সিটি বাইপাস হাটের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা ওই প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীন রেজাসহ দু’জন আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক শাহীন রেজাকে মৃত ঘোষণা করেন।
প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান রাজপাড়া থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসএস/ওএইচ/এএ