বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ঠিকাদারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, পারিবারিক জীবনে নুরুল ইসলাম এক ছেলে ও মেয়ে সন্তানের জনক। ঘটনার কয়েকদিন আগে থেকেই তার স্ত্রী ও সন্তানেরা বাসায় ছিলো না।
নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/এমজেএফ