পুলিশ জানায়, রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালানো হয়। সকালে উপজেলার চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম (২৭) এবং আত্রাই উপজেলার খোলাপাড়া গ্রামের বিপ্লব হোসেনকে (৩৫) ৭১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে চককুতুব মণ্ডলের ব্রিজ এলাকা থেকে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আজাদুল (৪০) এবং গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলমকে (৩৫) ৫৭ গ্রাম হেরোইনসহ গ্রেফকার করা হয়।
এছাড়া বিকেলে একই গ্রামের গিয়াস উদ্দীনের দুই ছেলে শহিদুল ইসলাম (৫৫) ও সুলতান ইসলামকে (৪৫) ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
শুক্রবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ