বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভোলহারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাসিম ওই গ্রামের মৃত আজহার আলীর ছেলে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ঘরের ফ্যান চালুর জন্য সুইচ অন করতে গেলে নাসিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসএস/ওএইচ/