বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুন ও মামুন ছাতক উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের জামির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন ও মামুন চরমহল্লাহ ইউনিয়নের বল্বভপুর গ্রামের একটি বাড়িতে ওয়েল্ডডিং মেশিন দিয়ে গ্রিল লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ