ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

থানচিতে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
থানচিতে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় অস্ত্র ও চাঁদাবাজি মামলায় মিলন চাকমা (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলা সদরের অনিল চেয়ারম্যানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সাত্তার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অনিল চেয়ারম্যানপাড়ায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মিলনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।