শুক্রবার (১৯ মে) সকালে তারা কাশিমপুরে আসছেন বলে বৃহস্পতিবার (১৮ মে) বাংলানিউজকে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
তিনি জানান, বাংলাদেশসহ কাশিমপুরে আসছেন কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতুর আইজি প্রিজনরা।
প্রশান্ত কুমার বণিক আরও জানান, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের কারা মহাপরিদর্শকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি সম্মেলনে যোগ দিতে সম্প্রতি ঢাকায় আসেন। সেখান থেকে তারা শুক্রবার সকালে কাশিমপুর কারাগার-২ পরিদর্শন করতে আসবেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএস/জিপি/এইচএ