ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আম্রকাননের আমেই বিভিন্ন কোম্পানির আচার-জুস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ২০, ২০১৭
আম্রকাননের আমেই বিভিন্ন কোম্পানির আচার-জুস আম্রকাননের আমেই বিভিন্ন কোম্পানির আচার-জুস- ছবি: বাংলানিউজ

মুজিবনগর (মেহেরপুর) থেকে: আচার ও জুস তৈরির জন্য ঐতিহাসিক মুজিবনগর আম্র কাননের আম নিয়ে যাচ্ছে বিভিন্ন নামকরা কোম্পানি। আচার তৈরির জন্য দরকার হয় কাঁচা টক আম, আর জুস তৈরির জন্য দরকার হয় পাকা মিষ্টি আম। উভয় প্রকারের আমেরই পর্যাপ্ত চাষ হচ্ছে আম্রকাননে।

শনিবার (২০ মে) সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আম্রকাননে সরজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক আম পাড়ার কাজে ব্যস্ত।

শ্রমিক আব্দুল লতিফ, দেলাওয়ার হোসেন ও মিনারুদ্দীন বলেন, প্রতিদিন সাড়ে তিন শ’ টাকা মজুরি ও ৫০ টাকা খাওয়ার চুক্তিতে খাটতে এসেছি।


আম্রকাননের আমেই বিভিন্ন কোম্পানির আচার-জুস- ছবি: বাংলানিউজ
ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে শত বছর বয়সী আমগাছগুলোতে বিভিন্ন প্রজাতির প্রচুর আম ঝুলছে। একেক গাছের আম একেক রকম। সাইজে, স্বাদে, গন্ধে একেবারেই আলাদা আম্রকাননের আম।

ঐতিহাসিক এ আম বাগানটি রয়েছে মেহেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। পর পর তিন বছর ৯ লাখ টাকায় আম্রকানন ইজারা নিয়েছেন আছের উদ্দীন ও তার সহযোগীরা।
 
এক সময় এই আম্রকাননে ছিলো ২১শ’ আম গাছ। এখন আছে ১৭শ’। এখানকার আমের অন্যতম ক্রেতা প্রাণ কোম্পানি। খাদিজা-আশরাফ ফাউন্ডেশন

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ২০, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।