ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানায়, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ তাদের খোঁজ মিলছিল না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।