শনিবার (২০ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের জেলা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রতাপ কুমার সিংহ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১৯ মে) ভোরে অস্ত্র বেচাকেনার সময় সদর উপজেলার কামারজানী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামালের বাড়ি সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে।
জেলা ডিবি পুলিশের এসআই প্রতাপ কুমার সিংহ বাংলানিউজকে জানান, গাইবান্ধার চরাঞ্চলের আতঙ্ক ছিল জামাল ডাকাত। প্রকাশ্য দিবালোকে মানুষ খুনের মামলার আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তার নেতৃত্বে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটতো। তবে জামাল এসব কর্মকাণ্ড চালিয়ে এলেও ভয়ে এলাকার কেউ মুখ খুলতো না।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অস্ত্র বেচাকেনার সময় সদর উপজেলার কামারজানী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকা থেকে দেশীয় পাইপগান ও আটটি কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/