শনিবার (২০ মে) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- মেরাজ, খায়রুল, সুমন, সেলিম, সাব্বির, সামিউল, আতিকুর, সালেকুল, কামরুল, সৌরভ, কায়েস ও রিমন প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী ছাত্র মাসুককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ আসামিদের ধরছে না। তাই অবিলম্বে মাসুক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এর আগে, শনিবার (১৩ মে) রাতে বিরোধের জের ধরে মাটিডালী হাজিপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা মাসুককে (১৪) হত্যা করে।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় নিহেতর বাবা জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহমানের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান ও নির্দেশদাতা হিসেবে চাচা বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাকে দ্বিতীয়সহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমবিএইচ/এএটি/এসএনএস