ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্ত থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
ফুলবাড়ী সীমান্ত থেকে ৩০ কেজি গাঁজা জব্দ ফুলবাড়ী সীমান্তে থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালাটারী এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (২০ মে) সকালে বালাটারী সীমান্তের ৯৩১ নম্বর মেইন পিলারের পাশ্ববর্তী বালাটারী গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

এ সময় ঘরের ভিতর থেকে বিশেষ কায়দায় রাখা ৮টি গাঁজার চটের ব্যাগ জব্দ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির লোকজন।

জব্দ করা গাঁজাগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে ওই বাড়ির মালিক জয়নাল আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৩৫) ও আশাদুল ইসলামসহ (৩২) অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাদের গ্রফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২০, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।