শনিবার (২০ মে) সকালে বালাটারী সীমান্তের ৯৩১ নম্বর মেইন পিলারের পাশ্ববর্তী বালাটারী গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
এ সময় ঘরের ভিতর থেকে বিশেষ কায়দায় রাখা ৮টি গাঁজার চটের ব্যাগ জব্দ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়ির লোকজন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে ওই বাড়ির মালিক জয়নাল আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৩৫) ও আশাদুল ইসলামসহ (৩২) অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তাদের গ্রফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২০, ২০১৭
জিপি/এএ