শনিবার (২০ মে) সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) ও সুজন (১৫) নামে দুই বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বালাশ্বর গ্রামের আবু মোছার ছেলে রহিম গত সোমবার সকালে বাড়ির পাশের মসজিদভিত্তিক পাঠাগারে পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরে শনিবার সকালে গ্রামের আবর্জনার স্তুপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ করিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএএএম/এসআরএস/জেডএস