শনিবার (২০ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক বাংলানিউজকে জানান, দুপুরে কিসামত ভটিয়ান কালিরডাঙ্গাপাড়ার চিত্তরঞ্জন রায়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে।
নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক বাংলানিউজকে জানান, চিত্তরঞ্জনের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫শ’ টাকা করে দেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/