ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আগুনে পুড়লো ২৩ বসতঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
নীলফামারীতে আগুনে পুড়লো ২৩ বসতঘর নীলফামারীতে আগুনে পুড়লো ২৩ বসতঘর

নীলফামারী: নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভটিয়ান কালিরডাঙ্গাপাড়ায় আগুন লেগে ১১টি পরিবারের ২৩টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (২০ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক বাংলানিউজকে জানান, দুপুরে কিসামত ভটিয়ান কালিরডাঙ্গাপাড়ার চিত্তরঞ্জন রায়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ১১টি পরিবারের ২৩টি বসতঘর ও ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক  বাংলানিউজকে জানান, চিত্তরঞ্জনের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫শ’ টাকা করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।