ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নাগরপুরে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
নাগরপুরে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোসা. সুফিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ মে) বিকেলে উপজেলার দক্ষিণ নাগরপুর (কাগদহ পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া বেগম উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামের মো. কুজরত আলীর স্ত্রী।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক সুজন (২৫) ও আরেক আরোহী রুমন (১৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সুফিয়া বেগম ও তার দুই ছেলে মোটরসাইকেলে নাগরপুর সদর থেকে ফিরছিলেন। তারা নাগরপুর উপজেলা ৫০ শয্যা হাসপাতালের একটু দক্ষিণে আব্দুল খলিলের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুফিয়া বেগম মারা যান ও তার দুই ছেলে গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।