শনিবার (২০ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম মো. সেলিম (৪৫); তিনি স্থানীয় একটি হার্ডওয়্যার দোকানে কাজ করেন।
গুলিবিদ্ধ সেলিম জানান, প্রতিদিনের মতো তিনি দোকানে কাজ করছিলেন। এ সময় মালিকের সঙ্গে চার যুবক কথা বলেন। তবে তারা মুখোশ পরা ছিলেন। তারা যাওয়ার সময় গুলি করে পালান; এতে পিঠে গুলি লাগে। এছাড়া যাওয়ার সময় ধাওয়া দিলে আরও কয়েক রাউন্ড গুলি তারা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মো. সেলিম চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এজেডএস/আইএ