শনিবার (২০ মে) দুপুরে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। রিয়া ওই এলাকার মো. আজমলের মেয়ে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে পারিবারিক কলহের জের ধরে রিয়া তার নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা টের পেলে পুলিশে খবর দেন। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসআরএস/আইএ