ঝালকাঠি সদর হাসপাতালের সামনে রোববার (২১ মে) দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে জেলার সকল পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, বিএমএ ঝালকাঠি জেলা সভাপতি ডা. নওশের আলী, ডা. মো. শাহাদাৎ হোসেন, নলছিটি’র ইউএইচ এন্ড পিও ডা. ফারুক আলম, ডা. দিলশাদ হোসেন ও সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বাবু গৌতম প্রমুখ।
এ সময় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সারাদেশে চিকিৎসকদের সেবা প্রদানে সুরক্ষা দেওয়ার দাবি জানান
অপরদিকে বিএমএ জেলা সভাপতি ডা. নওশের আলী আগামী ২৩ শে মে চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখসহ ২৫ শে মে পর্যন্ত পূর্ণ দিবস কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ