রোববার (২১ মে) বেলা সাড়ে ১২টায় বিএম কলেজের সামনের সড়কে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
এরআগে বেলা সাড়ে ১১টায় গতিরোধক ও কাশিপুরে মাহিন্দ্রা দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদ মিনার গেটে এসেই বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা না হলে কলেজ অধ্যক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কলেজের ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের কলেজের সামনে দিয়ে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিলো কলেজের সামনে গতিরোধক নির্মাণের। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/জেডএস