রোববার (২১ মে) বিকেলে বাংলাদেশ স্কাউট মাগুরা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মো. আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এ বেসিক কোর্সের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা শাখা এ বেসিক কোর্সের আয়োজনে করে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট কর্তৃক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুকে মাগুরা জেলা স্কাউটের কমিশনারের নিয়োগপত্র সনদ বিতরণ করা হয়।
পাঁচ দিনব্যাপী বেসিক কোর্সের বাংলাদেশ স্কাউটের খুলনা অঞ্চলের ১০ জন সিনিয়র কোর্স লিডার প্রশিক্ষণ দেবেন। কোর্সে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষক অংশ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্কাউট মাগুরা শাখার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. আজমুল হক।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি