ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ২১, ২০১৭
সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচন স্থগিত

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (২১ মে) সন্ধ্যায় উপজেলার চিনিরপটল গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের আপিল বিভাগ নির্বাচন স্থগিত ঘোষণা করে উকিল নোটিশ পাঠিয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান।

সীমানা জটিলতায় ১৫ বছর পর ২৩ মে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কথা ছিলো।

নির্বাচনকে ঘিরে ভিন্নমাত্রার ভোট উৎসবও বিরাজ করছিল ইউনিয়নটিতে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্ততিও সম্পন্ন করেছে প্রশাসন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত মহিলা পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ ইউপিতে ভোটার সংখ্যা ২০ হাজার ৫ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।