রোববার (২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওছার আলী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নেছাম উদ্দিনের ছেলে।
ৠাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের (এডি) মোতাহার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
কাওছারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও সুনামগঞ্জসহ দেশের একাধিক থানার তার বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি