নিহত আব্দুল মোমিন চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বারঘরিয়া এলাকার আব্দুল মতিনের ছেলে।
পঞ্চগড় সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, করতোয়া নদীতে একটি যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রথমে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে যুবকের পকেটে পাওয়া মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। মোমিন পেশায় একজন ট্রাকচালক।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান সুদর্শন কুমার রায়।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমজেএফ