ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

অ্যাটকোর সভাপতি হলেন সালমান এফ রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
অ্যাটকোর সভাপতি হলেন সালমান এফ রহমান

ঢাকা: টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান সালমান এফ রহমান।

এছাড়া সমঝোতার ভিত্তিতে অ্যাটকোর নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টিভির মোজাম্মেল বাবু এবং দেশ টিভির আরিফ হাসান।

রোববার (২১ মে) রাজধানীর একটি হোটেলে নতুন এ কমিটি গঠিত হয়।

এর আগে অ্যাটকোর ১৫টি পরিচালক পদে মধ্যে ১৪ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। ওই ১৪ জনই নতুন এ কমিটিকে নির্বাচিত করেন।

তারা হলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, নিউজটোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর, একুশে টিভির আবদুস সামাদ, বৈশাখী টিভির টিপু আলম, বাংলাভিশনের আব্দুল হক, সময় টিভির মোহাম্মদ হাসান, চ্যানেল২৪ এর শেখ কবির হোসেন এবং ‍গান বাংলা টিভির ফারজানা মুন্নী।

বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।